ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখাউড়ার সব কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আখাউড়ার সব কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনের সবকটি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো হয়েছে। স্থানীয় নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। পরে তারা এসব পিকআপ ভ্যানে করে কেন্দ্রে নিয়ে গেছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বদর উদ-দোজা ভূঁইয়া জানান, বিকেলে পুলিশি পাহারায় ১১টি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, অমোচনীয় কালিসহ অন্যান্য উপকরণ পাঠানো হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা পুলিশি নিরাপত্তায় এসব সরঞ্জাম
নিয়ে গেছেন।

তিনি জানান, এখন প্রিজাইডিং কর্মকর্তারা নিরাপত্তার জন্য ৪০০ গজের বেষ্টনি তৈরির কাজ করছেন। এরপর ভোটকক্ষে ভোটারদের জন্য গোপন কক্ষ প্রস্তুত করবেন তারা।

দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা রাতে যার যার কেন্দ্রে অবস্থান করবেন বলেও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ১১টি কেন্দ্রের ৭১টি বুথে ভোট গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।