ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাজেকে পর্যটকবাহী গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
সাজেকে পর্যটকবাহী গাড়িতে আগুন

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে কেউ হতাহত না হলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে মাইক্রোবাসে করে একটি পরিবার সাজেকে যাচ্ছিল। পথে মাচালঙের ৮ নম্বর এলাকায় গেলে রাস্তার দুইপাশ থেকে দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এ সময় তারা সব পর্যটককে গাড়ি থেকে নামিয়ে আগুন লাগিয়ে দেয়।

পরে খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল দল এসে পর্যটকদের উদ্ধার করে মাচালং সেনা ক্যাম্পে নিয়ে যায়।

তবে ওই এলাকাটি পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বলে জানা গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পর্যটকরা নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষতি হয়নি। তবে দোষীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।