ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শায় পুলিশের হাত থেকে পালানো আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
শার্শায় পুলিশের হাত থেকে পালানো আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় পুলিশ হেফাজত থেকে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যাওয়া আসামি বাবুকে ২৮ ঘণ্টা পর ফের গ্রেফতার করা হয়েছে।  

শনিবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।



তিনি শার্শার নাভরণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত শফিয়ার রহমানের ছেলে।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বাংলানিউজকে জানান, রোববার দুপুরে বাবুকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

এরআগে শুক্রবার দুপুরে শার্শা থানা পুলিশ  মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ছোট ভাই বাবুকে ইয়াবাসহ আটক করে হাতকড়া পরায়।
পরে মোটরসাইকেলে করে থানায় নেওয়ার পথে পালিয়ে যায় বাবু।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।