ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিনম্র শ্রদ্ধায় সারাদেশে শহীদদের স্মরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বিনম্র শ্রদ্ধায় সারাদেশে শহীদদের স্মরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

ঢাকা: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিভিন্ন জেলায় দিবসটি পালিত হয়েছে।

  বাংলানিউজের উপজেলা, ডিস্ট্রিক্ট ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

বরিশাল: বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথমভাগে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এরপর সকাল ৮টায় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন-বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর প্রমুখ।

ভোলা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোলায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ও ভিডিপি, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক হাসিব রহমান, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব আদিল হোসেন তপু প্রমুখ।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে উপজেলা চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে র‌্যালি ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম জগলু, ফজলুল মতিন মুক্তা, আব্দুল মজিদ প্রমুখ।  

সৈয়দপুর (নীলফামারী): শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

কুষ্টিয়া: সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক জহির রায়হান ও পুলিশ সুপার প্রলয় চিসিম।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ডিডি আনার কলি মাহবুব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

হবিগঞ্জ: হবিগঞ্জে সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেন।

এ সময় বক্তব্য রাখেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজিরহাট উপকূল কলেজ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেব।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

এ সময় বক্তব্য রাখেন- অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, সাংবাদিক এম এ মজিদ, উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরব প্রমুখ।

বরগুনা: শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বরগুনায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি এ সভার আয়োজন করে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক ড. মোহাম্মদ বশিরুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন বরগুনা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া, সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা ৭১ ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ প্রমুখ।

টাঙ্গাইল: সকালে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেখানে নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
 
পরে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রোভস্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নাটোর: সকালে নাটোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে  শহীদ বুদ্ধিজীবী দিবসের সূচনা করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

রাঙামাটি: রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, মুক্তিযুদ্ধকালীন ছাত্র নেতা নুরুল আফসার প্রমুখ।

ফেনী: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে ফেনী শহরের জেল রোডের শহীদ স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফেনীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা পরিষদের সাবেক প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এনটি/এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।