ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটির মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
রাঙামাটিতে জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটির মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে রাঙামাটি শিশু নিকেতনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটি জেলার সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা সিভিল সাজন ডা. স্নেহ কান্তি চাকমা।

সাংবাদিক মোস্তফা কামালের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন-নাটাব রাঙামাটি জেলার সহ সভাপতি একেএম মকসুদ আহমেদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।

বক্তারা এসময় যক্ষা রোগের সমস্যা সমাধানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যক্ষ্মা থেকে মুক্ত হওয়ার জন্য সমাজে সচেতনতা বাড়াতে হবে বলে আলোচনায় বলা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।