ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব, এ স্লোগানে সুনামগঞ্জে জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে।

সুনামগঞ্জ: ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব, এ স্লোগানে সুনামগঞ্জে জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালি শহরের গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনাসগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপল, সহকারী কমিশনার ও সুনামগঞ্জ এক্সাইজ ও ভ্যাট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, কাস্টম ইন্সেপেক্টর অঞ্জন কুমার বালা, রাজস্ব কর্মকর্তা মতিলাল দাশ, রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান, কাস্টম ইন্সেপেক্টর করিম উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।