গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুস সামাদ শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন।
উদাখালীর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল হালিম টলস্টয়, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণ, একেএম সাইফুর রহমান মিলন ও শিরিন আকতার প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক আব্দুস সামাদ একটি বাড়ি একটি খামার প্রকল্পের পূর্ব উদাখালী গ্রাম উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/