রাজশাহী: বন্দুকের নলায় যাদের জন্ম তারা বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। যারা বন্দুক দেখিয়ে ক্ষমতায় যায় তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
এ মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদা মহাবিদ্যালয়ে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে সারদা মহাবিদ্যালয়কে সরকারি করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে গণসংবর্ধনা দেওয়া হয়।
আওয়ামী লীগের কারণে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে দেশে কেবল লুটপাট চালিয়েছে। তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল, দেশের উন্নয়ন করেনি তারা। আর ক্ষমতা হারানোর পর জঙ্গি ও সন্ত্রাসবাদ সৃষ্টি করে দেশকে ধ্বংস করে দিতে চেয়েছে।
অনুষ্ঠানে সারদা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ, কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম, সারদা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু প্রমুখ।
শুরুতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী সারদা মহাবিদ্যালয়ের নতুন চারতলা ভবনের ফলক উন্মোচন করেন। পরে ৭১ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে নির্মিত উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত পৌনে ২ কিলোমিটার সংযোগ সড়ক উদ্বোধন করেন।
এছাড়া বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এসএস/জিপি/এএ