ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কমপ্রেসার মেশিন দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা শিশু ইয়ামিনের (১৬) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়ামিনের পেট অস্বাভাবিক ফোলা ছিলো। পায়ুপথে বাতাস ঢোকানোর কারণে বৃহদান্ত্র ফেটে ইয়ামিনের মৃত্যু হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্ত শেষে ইয়ামিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
** সোনারগাঁওয়ে পেটে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এজেডএস/এজি/পিসি