বগুড়া: উত্তরাঞ্চলের ১৬ জেলার পণ্য পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে গঠিত উত্তরবঙ্গ ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের নূরানী মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. সামছুর রহমান মানিকের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, বগুড়ার সড়ক মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অযথা কোন ট্রাক বা যানবাহন থামিয়ে হয়রানি করবে না। এরপরও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি পণ্য পরিবহনসহ যানবাহন মালিক শ্রমিকদেরকে যথাযথভাবে আইন মেনে চলারও আহ্বান জানান তিনি।
এর আগে প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। পরে তিনি ১০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী পরিচালক (এডি) কাজী মো. মুরসালিন, জেলা মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, বগুড়া পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল।
উত্তরবঙ্গ ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সাদরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এমবিএইচ/এজি/আরআই