ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
ধামরাইয়ে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী ধামরাই

ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী।

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন।

 

ইউএনও মো. আবুল কালাম বাংলানিউজকে জানান, উপজেলার বাথুলী গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খবর পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়।

পরে কনে পক্ষের লোকজন মুচলেকা দিয়ে ছাড়া পান এবং বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।