ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
বরিশালে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

বরিশালে মেডিকেল পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে তানভীর (২১) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ব‌রিশাল: বরিশালে মেডিকেল পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে তানভীর (২১) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুনন্নেছা খানম এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত তানভীর নগরীর নিউসার্কুলার রোড এলাকার আকবর মিয়ার ছেলে।

মেডিকেল শিক্ষার্থীর বাবা বাংলানিউজিকে জানান, দীর্ঘ তিন বছর ধরে নানাভাবে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন নেশাগ্রস্ত তানভীর।
এরই ধারাবাহিকতায় দুপুরে কলেজ থেকে ফেরার পথে রিকশায় তার মেয়েকে হাত ধরে টানাহেঁচড়া করেন তানভীর। এসময় তার চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা থানায় উত্ত্যক্তের অভিযোগ করায় রাতে তানভীরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এসময় তিনি দোষ স্বীকার করলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এমএস/আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।