বগুড়া: উৎসব, পুষ্পিতা, পূজা ও দিপু। বয়সে সবাই শিশু।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই চার শিশুকে মোটরসাইকেলে চাপিয়ে বগুড়া শহরের সাতমাথায় নিয়ে আসেন উজ্জ্বল। তিনি শহরের শিববাটিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন।
সাতমাথায় বাঁশের খুঁটিতে পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন ভ্রাম্যমাণ দোকানি জামাল হোসেন। তার কাছ থেকে গুনে গুনে চারটি পতাকা কেনা হয়। এরপর সেগুলো শিশুদের হাতে উঠিয়ে দেন উজ্জ্বল। বিজয়ের সেই লাল-সবুজের পতপত করে উড়ছিলো।
বিজয় কেতন উড়িয়ে চলেন শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তিনিও শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। তাদের সঙ্গে থাকা শিশুরা এসব দৃশ্য অবলোকন করে।
এরপর সেখানে থেকে শিশুদের নিয়ে শহরে ঘুরতে বেড়ান। শিশুদের তিনি ঘুরিয়ে ঘুরিয়ে মহান বিজয় দিবসের বিজয় উৎসব দেখান।
উজ্জ্বল বাংলানিউজকে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ। এ চেতনার সঙ্গে আগামীর প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। তাদের মনেপ্রাণে মুক্তিযুদ্ধের চেতনা এখন থেকেই জাগ্রত করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/আরআই