বরগুনা: বরগুনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
শুরুতেই বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু শহীদদের গণকবর ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
এছাড়াও স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ
করেন।
বরগুনা স্টেডিয়ামে শিশু কিশোরদের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ড. মহা.
বশিরুল আলম ও পুলিশ সুপার বিজয় বসাক।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
পিসি/
ৃ