ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলার মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল। সেই বাংলাদেশেই আজ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে।

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলার মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল।

সেই বাংলাদেশেই আজ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো, তারাই এখন এদেশকে উপচেপড়া ঝুড়ি বলছে। বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থ ফিরিয়ে নিয়েছিল এখন তারা আবার বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কেরানীগঞ্জের ভূমিকা অনেক। আমি নিজেও কেরানীগঞ্জে যুদ্ধ করেছি।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.  শাহজাহান।
এর আগে, দিবসের প্রথম প্রহরে উপজেলাধীন দু’টি থানায় তোপধ্বনির আয়োজন করা হয়। সকাল ৮টার দিকে উপজেলার মন্যু বেপারীর ঢাল এলাকায় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

পরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বিজয় দিবস উদযাপন করে উপজেলা পরিষদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।