ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে বরগুনা গণকবরে শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
বিজয় দিবসে বরগুনা গণকবরে শ্রদ্ধা

বিজয় দিবসে মুক্তিযুদ্ধে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম ও পুলিশ সুপার বিজয় বসাক।

বরগুনা: বিজয় দিবসে মুক্তিযুদ্ধে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম ও পুলিশ সুপার বিজয় বসাক।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বরগুনা গণকবর ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এসময় পুলিশ বাহিনীর একটি দল শহীদদের সম্মানে গার্ড অব অনার দেন।

শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে তারা গণকবর ও স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এরপর সকাল সাড়ে ৮টায় বরগুনা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।