যশোর: যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে যশোর কালেক্টরেট ভবনের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় উদযাপন শুরু হয়।
পরে সকাল ৭টায় শহরের মণিহার এলাকার বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যশোরবাসী।
সকালে বিজয়স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে।
এসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শপথ বাক্য পাঠ করা হয়।
এরপর যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে সকাল ৯টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান।
এছাড়া দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চলচিত্র প্রদর্শনীসহ দিনভর বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি