ঢাকা: রাজধানীর মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ১৮তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রীকে কাউন্সিল সভায় স্বাগতক জানান এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়ের।
সভায় এমআইএসটির সংশোধিত পোস্ট গ্রাজুয়েট অর্ডিনেন্স অনুমোদন, বাংলাদেশ নেভাল একাডেমিতে ২০১৬- ২০১৭ শিক্ষাবর্ষ থেকে এমআইএসটির লেভেল-১ প্রোগ্রাম পরিচালনা, বাংলাদেশ এয়ারফোর্স একাডেমির ক্যাডেটদের প্রশিক্ষণের তৃতীয় বর্ষে ক্যাডেট অবস্থায় ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষ অধ্যয়নের জন্য এমআইএসটিতে আগমন, এমআইএসটির আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা-২০১৬ সভায় অবগতির জন্য উপস্থাপন এবং ২০১৬- ২০১৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, বিইউপির ভিসি, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এএটি/টিআই