জামালপুর: জামালপুরের মেলান্দহে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সোহেল রানা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বাংলানিউজকে জানান, রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মেলান্দহের পাহাড়িপটল গ্রামের একটি বাড়ি থেকে সোহেল রানা, জাহিদ হাসান ও জাকারিয়াকে আটক করে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল।
আটককৃতদের থানায় আনার কিছুক্ষণ পরই সোহেল রানা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে, নিহতের বাবা রেহান আলী, ফুফা আব্দুল মালেক ও ভাই গিয়াসউদ্দিন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বাংলানিউজকে জানান, পুলিশের নির্যাতনে সোহেল রানার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিসি/