ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
নবাবগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ, ঢাকা: নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাগমারা কৃষি টেনিং হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

৪৫ জন কৃষককে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হয়।  

এতে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. শহীদুল আমীন, অতিরিক্ত উপ-পরিচালক শস্য মো. আবুল কালাম, অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ ও সংরক্ষণ মো. মজিবুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুন খানম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।