ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনচালকের ওপর হামলা, নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ট্রেন বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ট্রেনচালকের ওপর হামলা, নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ট্রেন বন্ধ

নেত্রকোনা শহরের কোর্ট স্টেশনে যাত্রীদের হামলায় ট্রেনচালক এনায়েত হোসেন (৪০) ও জাহাঙ্গীর আলম (২৮) আহত হয়েছেন। এ ঘটনায় নেত্রকোনা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

নেত্রকোনা: নেত্রকোনা শহরের কোর্ট স্টেশনে যাত্রীদের হামলায় ট্রেনচালক এনায়েত হোসেন (৪০) ও জাহাঙ্গীর আলম (২৮) আহত হয়েছেন। এ ঘটনায় নেত্রকোনা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনে যাত্রীরা চালকের রুমে অবস্থান করতে গেলে চালক বাধা দেওয়ায় হামলার এ ঘটনা ঘটে। চালকদের বাড়ি ময়মনসিংহে।

পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। এদিকে, আহত ২ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নেত্রকোনা শহরের কোর্ট স্টেশনে রকিবউদ্দিন বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।