ঢাকা: মায়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে উখিয়া যাবেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৮টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে সাড়ে ৮টায় তার সঙ্গেই হেলিকপ্টারযোগে উখিয়া যাবেন তিনি।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশে আসছেন রেতনো এলপি মারসুদি। এর আগে, মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
জেপি/আইএ