কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে বোমা হামলা করায় রিমন (২২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দূর্গম মরারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বাংলানিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জহির ও তার ছেলে রিমন প্রতিপক্ষ রেজাউলের লোকজনের ওপর হামলা চালান। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও বোমাবাজ রিমন প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে পরপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটান। এসময় নিজ বোমার আঘাতে মাথায় আঘাত পান রিমন। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে অবিস্ফোরিত বোমাসহ রিমনকে আটক করে। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চিলমারী ক্যাম্পের সদস্যদের কাছে সোপর্দ করা হয়। বিকেলে বিজিবি রিমনকে দৌলতপুর থানায় হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসম্বের ১৯, ২০১৬
এনটি/এসআই