ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় মাটি খনন করতে গিয়ে ৬০ রাউন্ড গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ভেড়ামারায় মাটি খনন করতে গিয়ে ৬০ রাউন্ড গুলি উদ্ধার মাটি খনন করতে গিয়ে ৬০ রাউন্ড গুলি উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকায় মাটি খনন করতে গিয়ে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকায় মাটি খনন করতে গিয়ে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানায়, উপজেলার কাঠেরপুল এলাকার আব্দুল কাদেরের বাড়িতে মাটি খননকালে শ্রমিকরা এসব গুলি দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি ভেড়ামারা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থ্রি নট থ্রি রাইফেলের ৬০ রাউন্ড উদ্ধার করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন খন্দকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।