ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কঠোর অবস্থানে পুলিশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আশুলিয়ায় কঠোর অবস্থানে পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভারের আশুলিয়ায় কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আশুলিয়া, সাভার: সাভারের আশুলিয়ায় কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

আইন-শৃঙ্খলা বাহিনীর মাইকিং ও সড়কে অবস্থানের কারণে এখনও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল থেকেই কারখানার সামনে পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যরা অবস্থান নেয়। এছাড়া শ্রমিকদের নিজ নিজ বাসায় ফিরে যেতে মাইকিং করা হয়েছে।

বন্ধ থাকা কারখানাগুলোর প্রধান ফটকের সামনে ছাড়াও গোটা শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

শুধু তাই নয় শ্রমিকদের কারখানা কিংবা মহাসড়কে না আসার জন্য পুলিশের পক্ষ থেকে বার বার মাইকিং করা হচ্ছে। আশুলিয়া থানার ওসি (তদন্ত ) শামীম হোসেন বাংলানিউজকে জানান, আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
তবে শিল্পাঞ্চলের জামগড়া, জিরাবো, নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া এলাকার পোশাক কারখানাগুলো ছাড়া ডিইপিজেডসহ অন্যান্য এলাকার পোশাক কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।