রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে শহরের থানা রোডের একটি জুতার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আনোয়ার হোসেনের জুতার দোকান, আব্দুল মান্নানের কাপড়ের দোকান ও লুৎফর রহমানের বিস্কুট ফ্যাক্টরির মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, এই এলাকায় ফায়ার সার্ভিস না থাকায় পুলিশ ও স্থানীয়রা আগুন নেভায়। এতে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় অন্য ব্যবসা প্রতিষ্ঠান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/পিসি