ময়মনসিংহ: বিভিন্ন অনিয়মের অভিযোগে ময়মনসিংহ নগরীর কাশর রোড এলাকার মাসুদ ইউনানী নামে এক আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ এর মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ জরিমানা করেন র্যাব সদর দফতরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
মেজর জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, লাইসেন্স নবায়ন না থাকা, ওষুধ বানানোর হেকিম না থাকা, ড্রামে ভরে ওষুধ তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মাসুদ ইউনানী আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে লাইসেন্স না থাকা, ওষুধ বানানোর হেকিম না থাকা, বিভিন্ন মসল্লা ব্যবহার করে ভুয়া ওষুধ তৈরিসহ নানা অনিয়মের অভিযোগে ইন্ডিয়া হারবাল চেম্বারকে দেড় লাখ টাকা ও ইউনানী হারবাল মেডিকেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময় ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এমএএএম/জিপি/পিসি