লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ইতিহাসে সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে শুক্রবার (২৩ ডিসেম্বর)। ইজতেমামাঠে দুই লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নেবেন।
প্রথমবারের মত শুক্রবার লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলাকায় ২৭ একর জমির উপর বিশাল মাঠে ৩ লাখ মুসুল্লির জন্য ইজতেমার আয়োজন করা হয়। ইজতেমার ওই মাঠেই জুমার নামাজ আদায় করা হবে। এতে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানরা জুমার নামাজ আদায় করবেন।
জুমার নাম শেষে আল্লাহর সন্তুষ্টি, পরকালীন মু্ক্তি ও বিশ্বশান্তি কামনায় মহান আল্লাহর দরবাবে মোনাজাত করা হবে।
টঙ্গির তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লীদের উপস্থিতি বেশি হওয়ায় এবার ৩২ জেলার অংশগ্রহণে তুরাগ তীরে ইজতেমা অনুষ্ঠিত হবে। এছাড়া এই ৩২ জেলা জেলাভিত্তিক ইজতেমা পালন করবে। এরাই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে শুক্রবার থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
জেএম/