ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন পাটুরিয়া

ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন।

এ সময় তিনি জানান, বৃহস্পতিবার দিনগত মধ্যরাত থেকে নদী এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়তে শুরু করে। ভোরে অতিরিক্ত কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌ দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা। তাই ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী নিয়ে ১৬ টি ফেরির মধ্যে মাঝ পদ্মায় আটকা পড়েছে সাতটি ফেরি। বাকিগুলো উভয় ঘাটে নৌরুট পাড়ি দেবার অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।