ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেজাল ওষুধ তৈরির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ভেজাল ওষুধ তৈরির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করার অপরাধে বরিশালের বাবুগঞ্জে আব্দুস ছাত্তার হাওলাদার নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রিশাল: ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করার অপরাধে বরিশালের বাবুগঞ্জে আব্দুস ছাত্তার হাওলাদার নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ড্রাগস অ্যাক্ট ১৯৪০ এর ১৮ (সি) ও ২৭ ধারায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামপট্রি এলাকার দোয়ারিকা মেসার্স কম্বাইন ট্রেড নামক ওষুধের একটি কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করার দায়ে আব্দুস ছাত্তারকে কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে কারখানা থেকে প্রায় ১৫ লাখ টাকার নকল ওষুধ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬

এমএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।