ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেপরোয়া গতি, রূপসা সেতুতে উল্টে গেল চালবাহী ট্রাক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
বেপরোয়া গতি, রূপসা সেতুতে উল্টে গেল চালবাহী ট্রাক দুর্ঘটনাকবলিত ট্রাক

খুলনা: খুলনার খানজাহান আলী (রা.) সেতুতে (রূপসা সেতুতে) ওঠার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে চালবাহী একটি ট্রাক। তবে ট্রাকে থাকা কেউ তেমন আহত হয়নি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সেতুর পশ্চিম প্রান্তে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

রূপসা সেতুর টোল প্লাজায় দায়িত্বে থাকা আব্দুল কাইয়ুম বাংলানিউজকে জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চালবাহী একটি ট্রাক জিরো পয়েন্টের দিক থেকে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে এতে কেউ আহত হয়নি। সেতুতে যান চলাচলেও তেমন বিঘ্ন ঘটেনি। বুধবার সকালে ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

জানা গেছে, চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে রূপসা সেতুতে দ্রুতগামী ট্রাকটি উল্টে যায়। সেতুর পশ্চিম পাশে ঘটনাস্থলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।