ঢাকা: তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বতের গলিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় এ অভিযান শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ, ডিএনসিসি’র সম্পত্তি কর্মকর্তা, ডেসা’র প্রতিনিধি ও স্থানীয় থানার ঊর্ধ্বতন কর্মকর্তার।
উচ্ছেদ অভিযানে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে দেওয়া হয়। তবে ভাঙা পড়েনি ২৪নং ওয়ার্ড শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের অফিস ও ১নং যুবলীগ কার্যালয়। এছাড়া বহাল তবিয়তে রয়েছে একটি ছাপড়া মসজিদ।
তিব্বত গলির মোড়ের ফুটপাত দখল করে গড়ে ওঠা মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের গ্যারেজ ভেঙে দেওয়া হয়। এছাড়া প্যাট্রিয়ট গ্রুপের জেনারেটর রুমসহ বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়।
এই উচ্ছেদ অভিযানে ফুটপাথে ঝুপড়ি ঘর করে থাকা ছিন্নমূল মানুষের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ দিন থেকেই ফুটপাথে অবৈধভাবে বসবাস করছিলেন এসব ছিন্নমূল মানুষ। স্থানীয় নেতাদের মাসিক ৩ হাজার টাকা ভাড়া দিয়েই থাকতেন বলে জানান মরিয়ম নামের এক নারী।
তিনি বলেন, এখানে কয়েক জন আছেন তারা মাসিক তিন হাজার টাকার বিনিময় ফুটপাথে ঘর করার সুযোগ করে দেন। একটু ফাঁকা জায়গা পেলেই ঘর তুলে থাকতে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, আমাদের মেগা প্রজেক্টের আওতায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এরআগে গতকাল বুধবার একই এলাকার আরও কয়েকটি গলিতে উচ্ছেদ করা হয়।
তিনি বলেন, শুধু তেজগাঁও নয় ডিএনসিসি’র সকল এলাকায় উচ্ছেদ অভিযান করা হবে। যেখানে অবৈধ স্থাপনা সেখানেই উচ্ছেদ করা হবে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬/আপডেট ১৫০৫
এসএম/বিএস