ঢাকা: কপিল বাড়ৈ হত্যার প্রধান আসামি মো. নাজমুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।
এর আগে বুধবার রাতে সিলেট জেলার শাহ পরান থানার মুরাদপুর এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়।
উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, পূর্ব পরিচিত কপিল বাড়ৈর পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের জন্য তাকে অপহরণ করা হয়। অপহরণের পর নেওয়া হয় বারিধারার জে-ব্লকের নির্মাণাধীন একটি বাড়িতে। ওই ভবনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নিশ্চিত করা হয় মৃত্যু। পরে সেফটি ট্যাংকে ডুবিয়ে দিয়ে গুম করা হয় লাশ।
গত ১৮ ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থী কপিল বাড়ৈ নিখোঁজ হওয়ার পরে তার বাবা ভাটার থানায় একটি জিডি করেন।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরএটি/এএ