ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রৌমারীতে ৩ জুয়াড়ির কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
রৌমারীতে ৩ জুয়াড়ির কারাদণ্ড

কুড়িগ্রামের রৌমারীতে তিন জুয়াড়িকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে তিন জুয়াড়িকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন তালুকদার এ আদেশ দেন।

 

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে সুলতান মিয়া (২৭), একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আলম মিয়া (৩০) ও মৃত সৈয়দ জামানের ছেলে জাহাঙ্গীর আলম (২৬)।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নটানপাড়ায় অভিযান চালিয়ে ওই তিন জুয়াড়িকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।