গোপালগঞ্জ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, স্কুল-কলেজে লেখাপড়া করে কেউ জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত হবে তা একেবারেই অপ্রত্যাশিত।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পরীক্ষায় জিপিএ-৫ পেলে হবে না। দেশ প্রেম, মূল্যবোধ, দেশের ইতিহাস ঐতিহ্য জানার ক্ষেত্রেও জিপিএ-৫ পেতে হবে।
এসময় তিনি বলেন, গণ্যমাধ্যমের মূল কাজ হল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে দেশের ইতিহাস হস্তান্তর করা।
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ঢাকা পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসার মো. মাহাবুবুর রহমান, এফবিসিসিআই পরিচালক শেখ ফজলে ফাহিম, গোপালগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার এস এম এমরান হোসেন ও কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক রবিউল আলমসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি ওই স্কুলের লাইব্রেরি উদ্বোধন করেন।
এর পর দুপুরে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ও বিশেষ মোনাজাত এবং ফাতেহা পাঠ করেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরএ