ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রুটে রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
সিরাজগঞ্জ-ঈশ্বরদী রুটে রেল যোগাযোগ বন্ধ রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় লোকাল ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন প্রায় চার শতাধিক যাত্রী।

রোববার (০১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাজার স্টেশনে সদ্য নির্মিত লুপ লাইনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় রাজশাহী এক্সপ্রেস লোকাল নামে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছে।

ট্রেন থেকে যাত্রী নামার পরই সদ্য নির্মিত লুপ লাইনে ইঞ্জিনটি ঘুরানোর সময় ক্রসিং পয়েন্ট থেকে ফেরার সময় ইঞ্জিনটি লাইচ্যুত হয়। এ কারণে ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে কত সময় লাগবে তা বলা সম্ভব নয় বলে জানান তিনি।

উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও সিরাজগঞ্জে আসতে পারবে না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।