আসামিরা হলেন- জঙ্গিবিরোধী অভিযানে নিহত জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শীলা ও পলাতক জঙ্গি নেতা মুসার স্ত্রী উম্মে আয়েশা ওরফে তৃষা মনি।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সায়েদুর রহমান সাতদিন রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে ফের দশদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
সোমবার (২ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানির সময় জেবুন্নাহারের কোলে দেড় বছরের এবং তৃষ্ণার কোলে চার মাসের শিশু ছিল।
গত ২৩ ডিসেম্বর দক্ষিণখানের পূর্ব আশকোনায় জঙ্গি আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। অভিযানে জঙ্গি সুমনের স্ত্রী শাকিরা ও নিহত জঙ্গি তানভীর কাদরীর কিশোর ছেলে আফিফ ওরফে শহীদ নিহত হয়। এর আগে পুলিশের মাইকিংয়ে ওই দুই নারী আত্মসমর্পণ করে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমআই/জেডএস