এতে ঢাকা-মাওয়া মহাসড়কে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে জাহিদ নামে ছেলেটির বল কাগজের কারখানার চালের ওপর পড়ে। ওই বলটি আনতে চালে উঠলে সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়ায় সে। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় আগুন পুরো কারাখানা ও পাশের স’মিলে ছড়িয়ে পড়ে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মঞ্জুরুল হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে কেরানীগঞ্জের দু’টি ইউনিট ও পোস্তোগোলার তিনটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নেভে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭, আপডেট: ১৯১৭ ঘণ্টা
আরবি/