মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুর ১২টা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে চলে ২টা পর্যন্ত।
প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার ছাতক, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, দিরাই, শাল্লা, তাহিরপুর ও সিলেটর জৈন্তা, কানাইঘাট থেকে আগত প্রায় ৯৬টি ঘোড়া অংশ নেয়।
সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রাম থেকে আগত ঘোড়ার সওয়ার আবু তাহের বাংলানিউজকে বলেন, আমি ঘোড়দৌড়ে অংশ নেই আনন্দের জন্য। আগামী বছরও এ প্রতিযোগিতা হলে অংশ নিবো।
এ প্রতিযোগিতার আয়োজক কমিটির পরিচালক হাজী লিয়াকত আলী বাংলানিউজকে বলেন, ঘোড়দৌড় হচ্ছে গ্রামবাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। এ গ্রামে এই প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী বছরও এ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি/আরএ