ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় ভৈরব ও তিতাস রেলসেতুর উদ্বোধন এপ্রিলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
দ্বিতীয় ভৈরব ও তিতাস রেলসেতুর উদ্বোধন এপ্রিলে দ্বিতীয় ভৈরব ও তিতাস রেলসেতু পরিদর্শনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক

ব্রাহ্মণবাড়িয়া: চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী দ্বিতীয় ভৈরব ও তিতাস রেলসেতুর উদ্বোধন করবেন বলে ঘোষণা করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দ্বিতীয় তিতাস রেলসেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দ্বিতীয় ভৈরব রেলসেতুর কাজ পরিদর্শন করেন।



রেলপথমন্ত্রী বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডবল লাইন চালু হলে দেশের অর্থনীতির অগ্রগতি হবে, পণ্য পরিবহনে সুবিধা হবে, যাত্রাপথে সময়ও বাঁচবে।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে রেলপথমন্ত্রী বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে তারা রেলের বগি ও ইঞ্জিন পুড়িয়েছেন।

এসময় মন্ত্রীর সঙ্গে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, দ্বিতীয় তিতাস ও ভৈরব রেলসেতু দু’টির প্রকল্প পরিচালক মো. আব্দুল হাইসহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।