মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাংলানিউজকে জানান, জামগড়া ছয়তলা এলাকার মেসার্স ঈশা ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
এছাড়া দুই লিটার অকটেন সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজি/এসএনএস