সহকারী রাজস্ব কর্মকর্তা পদে সুপারিশ বঞ্চিতদের নিয়োগের দাবিতে মানববন্ধন
ঢাকা: সহকারী রাজস্ব কর্মকর্তা (সাধারণ) পদে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও নিয়োগের সুপারিশ বঞ্চিতরা শূন্য পদে সুপারিশের দাবিতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার (০৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে সুপারিশ বঞ্চিতরা জানান, ‘বিপিএসসি সার্কুলার নম্বর ২৩৫/২০১৪ অনুসারে সহকারী রাজস্ব কর্মকর্তা (সাধারণ) পদে ৩৮১২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪৮৬ জনের বিষয়ে সুপারিশ করা হয়।
এনবিআর সূত্র মতে, সাতশো’র অধিক শূন্যপদ রয়েছে। এ পদ পূরণে বিপিএসসিতে চাহিদাপত্র পাঠানো হয়েছে। তাই চাহিদাপত্রের বিপরীতে বঞ্চিতদের বিষয়ে সুপারিশে উদ্যোগী হলে তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী, সরকারি কর্ম-কমিশনের চেয়ারম্যান, অর্থমন্ত্রী, অর্থপ্রতিমন্ত্রী, জনপ্রশাসনমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
ইএস/ওএইচ/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।