ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে মদ ও চারটি গাঁজার গাছ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
শরীয়তপুরে মদ ও চারটি গাঁজার গাছ উদ্ধার ২০ কেজি ওজনের চারটি গাঁজার গাছ

শরীয়তপুরের জাজিরায় ৩০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ২০ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় ৩০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ২০ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার চোকদারকান্দি গ্রামে সাজন বাসফোঁর বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অফিস ও জাজিরা থানা পুলিশ দুপুরে উপজেলার চোকদারকান্দি গ্রামে সাজন বাসফোঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের মধ্যে একটি প্লাস্টিকের ড্রামে ৩০ লিটার ওয়াশ ও ২০ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জাজিরা থানায় সাজন বাসফোঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা ও জাজিরা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।