বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল থেকে গ্রামের বাড়ি নলছিটির মোল্লারহাটে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
অচেতন অবস্থায় প্রথমে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টার দিকে তিনি মারা যান। হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
মৃত বজলুর রশীদ হাওলাদার বরিশাল জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য পরিদর্শক ছিলেন। তিনি ২০১৫ সালে অবসরে যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (৬ জানুয়ারি) বাদ জুম্মা বরিশাল নগরীর বটতলার বাসভবনের সামনের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, তার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সম্পাদকসহ সব সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এমএস/আরএ