এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় বিসিএফকে চিঠি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাতে নাসিম হোসেনসহ ছয়-সাতজন বাংলাদেশি গরু আনতে ভারতে যান।
এ ব্যাপারে ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী রেজা বাংলানিউজকে জানান, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভারত ভূখণ্ডের ভেতর থেকে গরুসহ নাসিমকে আটক করার কথা স্বীকার করেছে বিএসএফ।
তিনি আরো জানান, তাকে ফেরত আনার জন্য দুই পক্ষের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার সকালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
বিএসকে/এসআই