ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে লেগুনার ধাক্কায় একব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
রাজধানীতে লেগুনার ধাক্কায় একব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকার শাহ্ আলী থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী একটি লেগুনার ধাক্কায় মাহামুদ আলম ভুলু (৬০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহামুদ আলম ভুলু মিরপুর-১১ নম্বরে বিহারি ক্যাম্পে থাকতেন।

শাহ্ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, যাত্রাবাহী লেগুনাটি ভুলুকে ধাক্কা দিলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামোক) হাসপাতলে নেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহত ভুলুর মেয়ে রোকেয়া হাসপাতালে ছুটে যান। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এজিডএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।