ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, ব্যবসায়ী আটক

গাইবান্ধা: চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আট বছর বয়সী এককন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক জহুরুল ইসলাম (৩৯) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিখন্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের এনামুল হকের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার শিশুদহ এলাকায় মুদির দোকান রয়েছে জহুরুলের। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার দোকানে যায় শিশুটি। এ সময় তিনি শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ফুসলিয়ে দোকানের পাশে একটি ঘরে নিয়ে যান। এরপর সেখানে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি এলাকাবাসী টের পেলে জহুরুল পালিয়ে যান।

পরে শিশুটির স্বীকারোক্তিতে বিকেলে অভিযান চালিয়ে চিখন্দি গ্রাম থেকে জহুরুলকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আটক জহুরুলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।