ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

আশুলিয়া (সাভার): আশুলিয়ায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা ও ১১টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া জুম্মাঘর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা ১১টায় রাকিব এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা যাচ্ছিলো। পথে জুম্মাঘর এলাকায় পৌঁছলে একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় একই স্থানে অজ্ঞাতপরিচয় এক যুবক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাজীপুর শালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বাংলানিউজকে জানান, সকালে বাস চাপায় এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই স্থানে ট্রাকের ধাক্কায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাদে পড়ে ২০ যাত্রী আহত হওয়ার ঘটনাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।