স্থানীয়রা জানান, উজিরপুরের হারতা বাজারের ডাকাতির ঘটনার পর পুলিশী তৎপরতায় কিছুদিন ভালো কাটলেও আগৈলঝাড়ার কয়েকটি গ্রামে শুরু হয়েছে চুরির আতঙ্ক। চোরেরা ঘরে ঢুকলেও কোনো মালামাল নিচ্ছে না।
পাহারার বিষয়ে গৈলা ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন বাংলানিউজকে জানান, চুরির ঘটনা নিয়ে নানা রহস্য থাকলেও তিনি ইউপি সদস্যদের ডেকে তাদের নেতৃত্বে সব এলাকায় পাহারার ব্যবস্থা করেছেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, শীতের সময় কুয়াশার কারণে এমনিতেও একটু চুরির ঘটনা বেড়ে যায়। তাই থানা পুলিশের পক্ষ থেকেই দুর্গম এলাকা বা থানা থেকে দূরবর্তী এলাকায় স্থানীয় চৌকিদার, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমএস/এনটি/এসএনএস