সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে আশোকোলা হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক গোলাম মোস্তফা আলাল।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করতে হবে। দেশের জন্য সুনাম বয়ে আনতে হবে। গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সমাজসেবক শাহ আলম জনি, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ, শাহজাহান আলী, ব্যাংক কর্মকর্তা জহুরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক আকাশ, সমাজ সেবক মুকুল হোসেন, আব্দুল জলিল আমজাদ হোসেন, আব্দুল মতিন, টুকু মিয়া, সুলতান আলী, সোহেল মাষ্টার সাইফুল ইসলাম, মিজানুর রহমান মোয়াজ্জেম হোসেন, রবিউল ইসলাম, সেবা সংঘের সভাপতি আব্দুল মোত্তালিব, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বিদ্যুৎ, হুমায়ন কবির বিপুল, রাকিবুল হাসান, রাশেদুল ইসলাম, রিপন ইসলাম, আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এমবিএইচ/বিএস